Wellcome to National Portal
বাংলাদেশ শিশু একাডেমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ এপ্রিল ২০২২

লাকী ইনাম

লাকী ইনাম

চেয়ারম্যান, বাংলাদেশ শিশু একাডেমি।

 

লাকী ইনাম এর জন্ম ১৯৫২ সালের ১৪ই সেপ্টেম্বর। বাবার কর্মশল রংপুর শহরে। বাবা কলিমউল্লাহ ভুঁইয়া ছিলেন যুগ্ন সচিব ও মা মহুয়া একজন গৃহিণী ও সমাজসেবী।

 

এস,এস,সি- (মেধা তালিকায় স্থান অর্জন) এস ভি গার্লস স্কুল, কিশোরগঞ্জ।

এইচ,এস,সি- কুমিল্লা উইমেন্স কলেজ, কুমিল্লা।

বি এ - অর্থনীতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এম এ- অর্থনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

সঙ্গিতে হাতেখড়িঃ

খালিদ হোসেন - কুষ্টিয়া; সুশান্ত ভট্রাচার্য - কুমিল্লা; ছায়ানট - ঢাকা; ওস্তাদ ফুল মোহাম্মদ - ঢাকা।

 

১৯৭২-১৯৯৪ নাগরিক নাট্যসম্প্রদায় এ অভিনীত নাটক -

বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, বাকী ইতিহাস (দ্বিতীয় পর্যায়), দেওয়ান গাজির কিসসা, অচলায়তন, মোহ নগরী, নূরুলদীনের সারা জীবন, কবর দিয়ে দাও, গ্যালিলিও, বিসর্জন, মুক্তধারা, শ্রী মধুসূদন এবং ১৯৮৭ তে দ্যা তেগোরিয়ান্স লন্ডন প্রযোজিত 'আগল ভাঙ্গার পালা' ।

 

নাগরিক নাট্যঙ্গন এ অভিনীত নাটক -

খোলস, স্বপ্ন, জনতার রঙ্গশালা, সরমা, চোখামাখা, প্রাগৈতিহাসিক, সেই দিনগুলো, আমাদের জন্ম হলো, আমি বীরাঙ্গনা বলছি, গৃহবাসী, পুসি বিড়ালো একজন প্রকৃত মানুষ, মুক্তির উপায়

 

দলের বাইরে লাকী ইনাম রচিত ও নির্দেশিত নাটক -

হাট্রি মাটিম টিম (শিশুতোষ) : প্রযোজনা বুয়েট মহিলা ক্লাব; কাবাবের কান্ড; (শিশুতোষ) : প্রযোজনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট; পাথরের স্যুপ (শিশুতোষ) : প্রযোজনা বুয়েট মহিলা ক্লাব; হ য ব র ল (শিশুতোষ) :  রচনা - সুকুমার রায়, প্রযোজনা বুয়েট মহিলা ক্লাব; সুদূরে দিগন্ত : প্রযোজনা বাংলাদেশ মহিলা পরিষদ; সুলতানার স্বপ্ন : প্রযোজনা বাংলাদেশ মহিলা পরিষদ; চূড়া : প্রযোজনা ধানমন্ডি ডে কেয়ার সেন্টার।

(মঞ্চে অভিনয় ও নির্দেশনা ছাড়াও লাকী ইনাম বিভিন্ন নাটকে কোরিওগ্রাফি, আবহ সঙ্গিত ও পোশাক পরিকল্পনা করেছেন )