পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্য ১৬ই সেপ্টম্বর ২০২৪, ১২ রবিউল আওয়াল ১৪৪৬ সোমবার বাংলাদেশ শিশু একাডেমির রোকনুজ্জামান খান দাদাভাই হলে আলোচনা, পুরস্কার প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব নাজমা মোবরেক। দোয়া মাহফিল পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের প্রধান খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক অতিরিক্ত সচিব তানিয়া খান।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এঁর জীবনীর উপর আলোকপাত, দূরদ শরীফ পাঠ ও মোনাজাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্য আয়োজিত হাম-নাত ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।