সিটিজেন চার্টার
১.১ রূপকল্প (Vision) :
বিকশিত শিশু।
১.২ অভিলক্ষ (Mission) :
সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে শিশুর প্রতিভা বিকাশ সাধন ।
বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে কেন্দ্রীয় অফিসসহ ৬৪টি জেলা ও ০৬টি উপজেলা কার্যালয়ের মাধ্যমে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নানামুখী প্রশিক্ষণ, গ্রন্থাগার সেবা, জাদুঘরভিত্তিক প্রদর্শনী এবং বই-পত্রিকা প্রকাশনা, বিপণন ও বিক্রয়মূলক কার্যক্রম।
২. সেবা প্রদান প্রতিশ্রুতি
২.১ নাগরিক সেবা : প্রযোজ্য নয়।
২.২ প্রাতিষ্ঠানিক সেবা
ক্র. নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
১. |
শিশু বিকাশ কেন্দ্র ও প্রাক-প্রাথমিক শিক্ষা সেবা। |
০৩-০৫ বছর বয়সের ৩০ জন শিশুকে ভর্তি করে ০১ (এক) জন শিক্ষকের দ্বারা গল্প, খেলা-ধূলার মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান। |
(১) নির্ধারিত আবেদন ফরম (২) জন্ম নিবন্ধন সনদ (৩) ০১ (এক) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। বাংলাদেশ শিশু একাডেমির সকল জেলা ও কেন্দ্রীয় কার্যালয়। www.shishuacademy.gov.bd |
বিনামূল্যে |
প্রতি বছর জানুয়ারি মাস |
জনাব রায়হান জান্নাত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (সংযুক্ত), মোবাইল : ০১৭১১-৪৮৪০২৫ mayamasud@gmail.com নৈমিত্তিক প্রতিভূ : জনাব এ.এস.এম নাজমুল হক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (সংযুক্ত), ফোন নং: ০২২২৩৩৫২০৪৯ মোবাইল : ০১৭১২৭৬৫০১৭ nazmul_bsa@ yahoo.com এবং এবং উপজেলা ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। |
২. |
শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষণ জুনিয়র শাখা: সংগীত, নৃত্য, চিত্রাংকন ও সৃজন, আবৃত্তি ও উপস্থাপনা শৈলী, গিটার, তবলা, নাট্যকলা, ইংরেজি ভাষা শিক্ষা, দাবা, কম্পিউটার, সুন্দর হাতের লেখা, বাঁশি, বেহালা। সিনিয়র শাখা: উচ্চাঙ্গ সংগীত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকসংগীত, ভরতনাট্যম, কত্থক নৃত্য, মনিপুরী নৃত্য, সৃজনমীল ও লোক নৃত্য, আবৃত্তি ও উপস্থাপনা শৈলী, নাট্যকলা, চিত্রাংকন ও সৃজন, কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট: ফ্রিল্যান্সিং ও গ্রাফিক্স ডিজাইন। |
জুনিয়র শাখা: ০৬-১২ বছর সিনিয়র শাখা: ১৩-১৮ বছর বয়সের শিশুদের ভর্তি করে প্রশিক্ষিত প্রশিক্ষক দ্বারা হাতে কলমে শিক্ষা দান। |
(১) নির্ধারিত আবেদন ফরম ও অঙ্গীকারনামা (২) জন্ম নিবন্ধন (৩) বাব-মায়ের জাতীয় পরিচয়পত্র (৪) ০৩ (তিন) কপি সত্যায়িত ছবি। বাংলাদেশ শিশু একাডেমির উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কার্যালয়। www.shishuacademy.gov.bd |
প্রতি বর্ষের জন্য এককালিন । জুনিয়র শাখা: ৩০০০/-(তিন হাজার)
সিনিয়র শাখা: ৩৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা |
০৭ (সাত) কার্যদিবস । |
মোসাম্মৎ নাসরীন আকতার প্রশাসনিক অফিসার ফোন নং: ০২-9513400 মোবাইল : ০১৭১১২০৬৬১৮ bsaao.nasreen@gmail.com এবং উপজেলা ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা।
|
৩. |
গ্রন্থাগার সেবা |
০৫-১৬ বছরের শিশুদের গ্রন্থাগারের সদস্য করে বই ও পত্রিকা ইস্যুর মাধ্যমে সেবা প্রদান। |
(১) নির্ধারিত আবেদন ফরম (২) ০২ (দুই) কপি ছবি (সত্যায়িত) এবং জন্ম নিবন্ধনের (সত্যায়িত) কপি। বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা। www.shishuacademy.gov.bd |
সদস্য ফি নগদ ১০০/- (একশত) টাকা |
০৫ (পাঁচ) কার্যদিবস। সদস্য করে আইডি কার্ড প্রদান।
|
জনাব রেজিনা আক্তার লাইব্রেরিয়ান ফোন নং: ০২২২৩৩৫০৭৯১ razinaalam-999@yahoo.com এবং উপজেলা ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা।
|
৪. |
জাদুঘর সেবা |
০৫-১৬ বছরের শিশুদের সদস্য করে ০১ (এক) জন গাইড এর সহায়তায় জাদুঘর, আর্ট গ্যালারী এবং থ্রি-ডি প্রদর্শন। |
(১) নির্ধারিত আবেদন ফরম (২) জন্ম নিবন্ধন সনদ (৩) ০২ (দুই) কপি ছবি (সত্যায়িত)। বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা। www.shishuacademy.gov.bd |
বিনামূল্যে। |
০৫ (পাঁচ) কার্যদিবস
|
জনাব ফারজানা আক্তার মিউজিয়াম কীপার ফোন নং: ০২২২৩৩৮৩৬৪২ মোবাইল : ০১৭৫৯১৯৮৩৪৬ farjanaakhter26@yahoo.com |
৫. |
বই প্রকাশনা |
বই প্রকাশের জন্য পান্ডুলিপি জমা দানের পর যাচাই-বাছাই শেষে মুদ্রণ/প্রকাশ। |
আবেদনের মাধ্যমে জমা প্রদান। বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা। www.shishuacademy.gov.bd |
বিনামূল্যে |
০৬ (ছয়) মাস |
জনাব মো. কামরুজ্জামান প্রোগ্রাম অফিসার ফোন নং: ০২৪১০৫২২০৮ মোবাইল : ০১৯২২২১১২৮৩ bsakabbyo@gmail.com |
৬. |
মাসিক শিশু পত্রিকা প্রকাশনা |
শিশু পত্রিকার জন্য লেখা জমাদানের পর যাচাই-বাছাই শেষে মুদ্রণ/প্রকাশ। |
আবেদনের মাধ্যমে লেখা জমা প্রদান। বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা। www.shishuacademy.gov.bd |
বিনামূল্যে |
০১ (এক) মাস |
জনাব মো. কামরুজ্জামান প্রোগ্রাম অফিসার ফোন নং: ০২৪১০৫২২০৮ মোবাইল : ০১৯২২২১১২৮৩ |
৭. |
মাসিক শিশু পত্রিকা বিক্রয় ও বিপণন |
বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়, জেলা ও উপজেলা কার্যালয়ে বিক্রয় ও বিপণন কেন্দ্রে মাসিক শিশু পত্রিকা বিক্রয় করা হয়।
|
(১) নির্ধারিত ফরমে আবেদন পত্র (২) ফরম ৪০০/- (চারশত টাকা) |
মাসিক শিশু পত্রিকার নির্ধারিত মূল্য। |
প্রতিদিন (ছুটির দিন ব্যতীত) |
জনাব মো. কামরুজ্জামান প্রোগ্রাম অফিসার ফোন নং: ০২৪১০৫২২০৮ মোবাইল : ০১৯২২২১১২৮৩ bsakabbyo@gmail.com |
৮. |
শিশু বিকাশ কেন্দ্র (আজিমপুর) সেবা |
নির্ধারিত আবেদন পত্রের মাধ্যমে শিশু বিকাশ কেন্দ্রে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের খাবার, বাসস্থানসহ লেখা-পড়া ও চিকিৎসা প্রদানের মাধ্যমে শিশুদের পুনর্বাসন।
|
(১) নির্ধারিত আবেদন পত্র (২) জন্মসনদ (৩) ০২ কপি ছবি। আজিমপুর শিশু বিকাশ কেন্দ্র। www.shishuacademy.gov.bd |
বিনামূল্যে |
প্রতিদিন সকাল ৯.০০টা থেকে ৫.০০ টা পর্যন্ত খোলা থাকে। |
জনাব লায়লা আরজুমান বানু জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (সংযুক্ত), ফোন নং: ০২২২৩৩৫২০৫০ মোবাইল : ০১৭১২২৭৮২৬৮ lailabsa@gmail.com |
৯. |
শিশু বিকাশ কেন্দ্র (কেরানীগঞ্জ) সেবা |
নির্ধারিত আবেদন পত্রের মাধ্যমে শিশু বিকাশ কেন্দ্রে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের খাবার, বাসস্থানসহ লেখা-পড়া ও চিকিৎসা প্রদানের মাধ্যমে শিশুদের পুনর্বাসন। |
(১) নির্ধারিত আবেদন পত্র (২) জন্মসনদ (৩) ০২ কপি ছবি। কেরানীগঞ্জ শিশু বিকাশ কেন্দ্র। www.shishuacademy.gov.bd |
বিনামূল্যে |
প্রতিদিন সকাল ৯.০০টা থেকে ৫.০০ টা পর্যন্ত খোলা থাকে। |
জনাব এ.এস.এম নাজমুল হক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (সংযুক্ত), ফোন নং: ০২২২৩৩৫২০৪৯ মোবাইল : ০১৭১২৭৬৫০১৭ nazmul_bsa@ yahoo.com এবং www.shishuacademy.gov.bd |
১০. |
শিশু বিকাশ কেন্দ্র (গাজীপুর) সেবা |
নির্ধারিত আবেদন পত্রের মাধ্যমে শিশু বিকাশ কেন্দ্রে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের খাবার, বাসস্থানসহ লেখা-পড়া ও চিকিৎসা প্রদানের মাধ্যমে শিশুদের পুনর্বাসন। |
(১) নির্ধারিত আবেদন পত্র (২) জন্মসনদ (৩) ০২ কপি ছবি। গাজীপুর শিশু বিকাশ কেন্দ্র। www.shishuacademy.gov.bd |
বিনামূল্যে |
প্রতিদিন সকাল ৯.০০টা থেকে ৫.০০ টা পর্যন্ত খোলা থাকে। |
জনাব রাশিদা বেগম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (A. `v.), গাজীপুর । ফোন নং: ০২-৯২৫৬৪৭২ 02-9009734 মোবাইল : 01711952472
|
১১. |
শিশু বিকাশ কেন্দ্র (রাজশাহী) সেবা |
নির্ধারিত আবেদন পত্রের মাধ্যমে শিশু বিকাশ কেন্দ্রে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের খাবার, বাসস্থানসহ লেখা-পড়া ও চিকিৎসা প্রদানের মাধ্যমে শিশুদের পুনর্বাসন। |
(১) নির্ধারিত আবেদন পত্র (২) জন্মসনদ (৩) ০২ কপি ছবি। রাজশাহী শিশু বিকাশ কেন্দ্র। www.shishuacademy.gov.bd |
বিনামূল্যে |
প্রতিদিন সকাল ৯.০০টা থেকে ৫.০০ টা পর্যন্ত খোলা থাকে। |
জনাব †gv. gb&Ryi Kv‡`i জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, রাজশাহী। ফোন নং: ০৭২১৭৭৩৪০৩ মোবাইল : ০১৭৬২৬০৪০৯০ |
১২. |
শিশু বিকাশ কেন্দ্র (খুলনা) সেবা |
নির্ধারিত আবেদন পত্রের মাধ্যমে শিশু বিকাশ কেন্দ্রে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের খাবার, বাসস্থানসহ লেখা-পড়া ও চিকিৎসা প্রদানের মাধ্যমে শিশুদের পুনর্বাসন। |
(১) নির্ধারিত আবেদন পত্র (২) জন্মসনদ (৩) ০২ কপি ছবি। খুলনা শিশু বিকাশ কেন্দ্র। www.shishuacademy.gov.bd |
বিনামূল্যে
|
প্রতিদিন সকাল ৯.০০টা থেকে ৫.০০ টা পর্যন্ত খোলা থাকে। |
জনাব †gv. mvÏvg †nv‡mb জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, খুলনা। ফোন নং: ০২৪৭৭৭২৫৬৪৮ মোবাইল : ০১৭০০৭৮০৮০৮ bsakhulnagov@yahoo.com |
১৩. |
শিশু বিকাশ কেন্দ্র (চট্টগ্রাম) সেবা |
নির্ধারিত আবেদন পত্রের মাধ্যমে শিশু বিকাশ কেন্দ্রে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের খাবার, বাসস্থানসহ লেখা-পড়া ও চিকিৎসা প্রদানের মাধ্যমে শিশুদের পুনর্বাসন। |
(১) নির্ধারিত আবেদন পত্র (২) জন্মসনদ (৩) ০২ কপি ছবি। চট্টগ্রাম শিশু বিকাশ কেন্দ্র। www.shishuacademy.gov.bd |
বিনামূল্যে |
প্রতিদিন সকাল ৯.০০টা থেকে ৫.০০ টা পর্যন্ত খোলা থাকে। |
জনাব মো. মোসলেহ উদ্দিন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, চট্টগ্রাম । ফোন নং: ০৩১৬৫২৮৫০ মোবাইল : ০১৭০৬৫২৮২৮৫ bsa.ctg07@gmail.com
|
১৪. |
মিলনায়তন বরাদ্দ |
চুক্তিপত্র, নির্ধারিত আবেদনের প্রেক্ষিতে তারিখ, সময় উল্লেখ করে আবেদন করতে হয়। |
নির্দেশনাবলী, ভাড়া জমার রশিদ। বাংলাদেশ শিশু একাডেমি। |
অর্ধদিবস ১৫,০০০/-+ ভ্যাট এবং পূর্ণদিবস ২৫,০০০/- + ভ্যাট। |
ছুটির দিন ব্যাতিত প্রতিদিন সকাল ৯.০০টা থেকে ৫.০০ টা পর্যন্ত । |
জনাব মো: নুরুজ্জামান প্রোগ্রাম অফিসার (প্রশাসন) ফোন নং: +৮৮০২৪১০৫২২১৮ মোবাইল : ০১৭১৯৪৬৯৯৭১ md.nurujjaman@gmail.com |
২.৩ অভ্যন্তরীণ ও কেন্দ্রীয় সেবা
ক্র. নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
১. |
ক. প্রভিডেন্ট ফান্ড-এর অগ্রিম মঞ্জুরি
|
আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে প্রভিডেন্ট ফান্ড অগ্রিম অনুমোদন করা হয়। |
নির্ধারিত আবেদনপত্র, বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা। |
বিনামূল্যে। প্রাপ্ত অগ্রিম চেক এর মাধ্যমে পরিশোধ করা হয়। |
নিয়মিত। |
জনাব শিউলি রহমান তিন্নী উপপরিচালক ফোন নং: ০২২২৩৩৮৭৩৫৬ ad.admn@gmail.com
|
|
খ. গৃহনির্মাণ, মোটর সাইকেল অগ্রিম মঞ্জুর
|
আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে প্রভিডেন্ট ফান্ড অগ্রিম অনুমোদন করা হয়। |
নির্ধারিত আবেদনপত্র, বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা। |
বিনামূল্যে। প্রাপ্ত অগ্রিম চেক এর মাধ্যমে পরিশোধ করা হয়। |
নিয়মিত। |
জনাব শিউলি রহমান তিন্নী উপপরিচালক ফোন নং: ০২২২৩৩৮৭৩৫৬ ad.admn@gmail.com
|
|
গ. কর্মকর্তা/কর্মচারীদের অর্জিত ছুটি, শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুর
|
আবেদন প্রাপ্তির পর বাংলাদেশ শিশু একাডেমির প্রবিধানমালা ১৯৯০ এবং নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক (প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অনুযায়ী) নিষ্পত্তি করে আদেশ জারী করা হবে।
|
(ক) আবেদনপত্র। (খ) হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার সনদ। (গ) পূরণকৃত নির্ধারিত ফরম। (ঘ) চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) । |
বিনামূল্যে |
১৫ কর্মদিবস |
জনাব শিউলি রহমান তিন্নী উপপরিচালক ফোন নং: ০২২২৩৩৮৭৩৫৬ ad.admn@gmail.com
|
|
ঘ. অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর।
|
প্রস্তাব প্রাপ্তির পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে। |
(ক) ছুটির আবেদনপত্র। (খ) এসএসসি সনদপত্র। (গ) হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার সনদ। (ঘ) ছুটির হিসাব লিপিবদ্ধসহ চাকুরি বহি (নন-গেজেটেড কর্মচারীর ক্ষেত্রে)। |
বিনামূল্যে |
আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে।
|
জনাব শিউলি রহমান তিন্নী উপপরিচালক ফোন নং: ০২২২৩৩৮৭৩৫৬ ad.admn@gmail.com
|
|
ঙ. বহিঃবাংলাদেশ ছুটি মঞ্জুর (অর্জিত ছুটি)
|
(ক) আবেদন প্রাপ্তির পর বাংলাদেশ শিশু একাডেমির প্রবিধানমালা ১৯৯০ এবং নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক (প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অনুযায়ী) নিষ্পত্তি করে আদেশ জারী করা হবে। (খ) সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত বিদেশ ভ্রমণের অনুমতি ও আনুষাঙ্গিক নির্দেশনা অনুসরণীয়।
|
(ক) আবেদনপত্র। (খ) হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার সনদ। (গ) পূরণকৃত নির্ধারিত ফরম। (ঘ) চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) । |
বিনামূল্যে |
১৫ কর্মদিবস। |
জনাব শিউলি রহমান তিন্নী উপপরিচালক ফোন নং: ০২২২৩৩৮৭৩৫৬ ad.admn@gmail.com
|
|
চ. ছুটি নগদায়ন ভাতা মঞ্জুর।
|
আবেদন প্রাপ্তির পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে। |
নির্ধারিত ফরমে আবেদন। প্রাপ্তিস্থান : প্রশাসন শাখা। |
বিনামূল্যে |
০৭ কার্যদিবস |
জনাব মো. কামরুজ্জামান হিসাবরক্ষন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফোন নং: ০২৪১০৫২২০৮ মোবাইল : ০১৯২২২১১২৮৩ bsakabbyo@gmail.com
|
|
ছ. আনুতোষিক মঞ্জুর। |
আবেদন প্রাপ্তির পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে। |
(ক) নির্ধারিত আনুতোষিক ফরমে আবেদন। (খ) এলপিসি (গ) উত্তরাধিকার ঘোষণাপত্র। (ঘ) নমুনা স্বাক্ষর ও পাঁচ আঙ্গুলের ছাপ। (ঙ) না-দাবী সনদপত্র। (চ) অবসর আদেশের কপি। (ছ) চাকুরী বহি (৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে)। (জ) চাকরির বিবরণী (১ম ও ২য় শ্রেণীর ক্ষেত্রে)। (ঝ) ০৪ কপি ছবি। (ঞ) জাতীয় পরিচয় পত্র। (ট) মৃত্যুর সনদ (পারিবারিক পেনশনের ক্ষেত্রে)। (ঠ) উত্তরাধিকার সনদ।
|
বিনামূল্যে |
০৭ কার্যদিবস |
জনাব মো. কামরুজ্জামান হিসাবরক্ষন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফোন নং: ০২৪১০৫২২০৮ মোবাইল : ০১৯২২২১১২৮৩ bsakabbyo@gmail.com |
২. |
বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে আনীত অডিট আপত্তি নিষ্পত্তি। |
দ্বিপক্ষীয়/ত্রিপক্ষীয় সভা আহ্বান, সিএজি আফিসের সাথে যোগাযোগ। |
আপত্তি সংশ্লিষ্ট প্রমানাদি/প্রয়োজনীয় কাগজপত্র। প্রাপ্তিস্থান: সংশ্লিষ্ট কার্যালয়। |
বিনামূল্যে |
০৭ কার্যদিবস |
জনাব এ.এস.এম নাজমুল হক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (সংযুক্ত), ফোন নং: ০২২২৩৩৫২০৪৯ মোবাইল : ০১৭১২৭৬৫০১৭ nazmul_bsa@ yahoo.com এবং www.shishuacademy.gov.bd |
৩. আওতাধীন দপ্তর/সংস্থা/অন্যান্য প্রতিষ্ঠানসমূহের সিটিজেন চার্টার লিঙ্ক আকারে যুক্ত করতে হবে।
৪. আপনার (সেবা গ্রহীতার) কাছে আমাদের (সেবা প্রদানকারীর) প্রত্যাশা
ক্রমিক নং |
প্রতিশ্রুত/কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয় |
১. |
¯^qsm¯ú~Y© আবেদন জমা প্রদান |
২. |
যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ফি পরিশোধ করা |
৩. |
প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল মেসেজ/ইমেইলের নির্দেশনা অনুসরণ করা |
৪. |
সাক্ষাতের জন্য avh© তারিখে নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা |
৫. |
অনাবশ্যক ফোন/তদবির না করা |
৫. কোন নাগরিক মন্ত্রণালয়/বিভাগ হতে কোন কাঙ্ক্ষিত সেবা না পেলে বা সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে পর্যায়ক্রমে তিনি কোন কর্মকর্তার নিকট এবং কিভাবে যোগাযোগ করবেন তা অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (GRS)-এ নিম্নরূপভাবে উল্লেখ করতে হবে:
ক্র. নং |
কখন যোগাযোগ করবেন
|
কার সঙ্গে যোগাযোগ করবেন |
যোগাযোগের ঠিকানা |
নিষ্পত্তির সময়সীমা |
১. |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে |
অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা (অনিক) |
জনাব শামীমা আরেফিন প্রোগ্রাম অফিসার ফোন নং: ০২২২৩৩৮২৬৪৪ মোবাইল : ০১৭৮৩১৭৬৯৩৪ shamimabsa@gmail.com
নৈমিত্তিক প্রতিভূ : জনাব মেহের আলী প্রোগ্রাম অফিসার ফোন : 02-41052219 মোবাইল : ০১৭১৫৪৩৮৪৯২
|
৩০ কার্যদিবস |
২. |
অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে |
আপিল কর্মকর্তা |
নাম ও পদবি: জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, যুগ্মসচিব, প্রশাসন অধিশাখা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ফোন: ৯৫৪০৬৮৬ মোবাইল : ০১৭১১০৭১৭০৪ ই-মেইল: jsadmin@mowca.gov.bd
|
২০ কার্যদিবস |
৩. |
আপিল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে |
মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ ব্যবস্থাপনা সেল |
মন্ত্রিপরিষদ বিভাগ |
৬০ কার্যদিবস |