Wellcome to National Portal
বাংলাদেশ শিশু একাডেমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st অক্টোবর ২০২৪

গ্রন্থাগার ইতিহাস, সেবা ও কার্যক্রম

 

গ্রন্থাগার

বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়সহ সকল শাখায় শিশু গ্রন্থাগার রয়েছে। এতে শিশু-কিশোরদের উপযোগী দেশি- বিদেশি বই রয়েছে। গ্রন্থাগারে এসে শিশুরা বই পড়তে পারে এবং শুধুমাত্র সদস্যারা বই ইস্যু করে বাড়িতে নিয়ে যেতে পারে।

বাংলাদেশ শিশু্ একাডেমি গ্রন্থাগারনেটওয়ার্ক সরকারি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংস্থার সহযোগিতায় শিশু-কিশোরদের জন্য ব্যাপক তথ্যভান্ডার ও যোগাযোগ কেন্দ্র গড়ে তুলেছে। কেন্দ্রীয় কার্যালয়ের গ্রন্থাগারটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে ডিজিটালাইজড অটোমেটেড ও আকর্ষনীয় ইন্টেরিওর ডিজাইন সমৃদ্ধ। শিশুবান্ধব এই গ্রন্থাগারে রয়েছে একসাথে ২০০ জন শিশু-কিশোরের বই পাঠের সুবিধা। এছাড়াও কেন্দ্রীয় গ্রন্থাগারের সাথে ০৮ বিভাগীয় কার্যালয় গ্রন্থাগারসমূহকে একই নেটওর্য়াকের আওতায় আনা হয়েছে।  

বই পাঠের পাশাপাশি নতুন প্রজন্মকে প্রযুক্তিগতভাবে দক্ষ করে গড়ে তোলার জন্য গ্রন্থাগারে রয়েছে অডিও-ভিজ্যুয়াল রুম থিয়েটার ও কমিউনিকেশন ইউনিট। যেখানে শিশু-কিশোরদের কম্পিউটার, ইন্টারনেট ব্লগিং, অনলাইন কুইজ ও অনলাইন বুক রিডিংসহ বিভি সুবিধা প্রদান করা হয়। এছাড়াও দৃষ্টি প্রতিবন্ধী শিশু-কিশোরদের জন¨ রয়েছে ব্রেইল কর্ণার এবং অনুর্ব্ধ -৫বয়সী  শিশুদের উপযোগি বুক সেলফ তৈরি করা হয়েছে।

 

গ্রন্থাগার সংগ্রহঃ ৩৮০০+ বই
গ্রন্থাগার সদস্য সংখ্যাঃ ৫০০০+ জন 
গ্রন্থাগার পাঠক সংখ্যাঃ ১০০ জন (দৈনিক গড়ে)
বই ইস্যু সংখ্যাঃ ৫০ টি (দৈনিক গড়ে)
 
গ্রন্থাগার সময় সূচিঃ  সপ্তাহে ০৭দিন, সকাল ১০.০০ টা থেকে বিকেল ৪.৩০টা পর্যন্ত ।
 
     
সদস্য হওয়ার নিয়মাবলী
 
১. ০৬ বছর থেকে ১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশু সদস্য হতে পারবে।
২. সদস্য হতে বাংলাদেশ শিশু একাডেমীর হিসাব বিভাগ থেকে গ্রন্থাগার সদস্য ফরম (১২০.০০ একশত বিশ টাকা)  সংগ্রহ করে চাহিত তথ্যাদি পূরন করে গ্রন্থাগার শাখায় জমা দিতে হবে।
৩. সদস্য ফরম এর সাথে ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্মনিবন্ধনের ফটোকপি সংযুক্ত করতে হবে।
     বই সংগ্রহের নিয়মাবলী:
৪. সদস্য কার্ড দ্বারা ১ জন শিশু সর্বোচ্চ ২টি বই ১৫ দিনের জন্য ইস্যু করতে পারবে।
৫. গ্রন্থাগার চলাকালিন সময়ে যে কেউ এসে বই পড়তে পারবে।
৬. শুক্রবার ও শনিবার গ্রন্থাগার সেবা শুধুমাত্র শিশু পাঠকদের জন্য।
 

গ্রন্থাগারের সেবাসমূহ

শিশু-কিশোরদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি ও গ্রন্থাগারের প্রতি আগ্রহী করে গড়ে তোলার উদ্দেশ্যে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি অন্যান্য¨ শিক্ষামূলক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজনও করা হয়ে থাকে-

  • পাঠক সেবা
  • বই লেন-দেন
  • পাঠচক্র
  • লাইব্রেরি আউট-রিচিং সার্ভিস
  • রেফারেন্স সার্ভিস
  • গ্রন্থাগারাভিত্তিক শিক্ষামূলক কার্যাক্রম
  • অডিও-ভিজ্যুয়াল এন্ড ডকুমেন্টারী প্রোগ্রাম
  • আউটর্সোর্সিং এন্ড রির্সোস শেয়ারিং প্রোগ্রাম
  • চিলেন্ড্রেন লিটারেসি প্রোগ্রাম
  • সেরা পাঠক নির্বাচন ইত্যাদি।

গ্রন্থাগার বিভাগের নিয়মিত কার্যক্রম:


গ্রন্থাগার বিভাগের সংগ্রহসমূহ প্রক্রিয়াকরণের (এক্সসেশন, ক্লাসিফিকেশন ক্যাটালগিং, বুক লেভেলিং, সেলফিং ইত্যাদি) নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। 
    
 গ্রন্থাগারে সংগ্রহের জন্য পুস্তক ক্রয় :


উদ্দেশ্যে: বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়, ৬৪টি জেলা ও ০৬টি উপজেলা গ্রন্থাগারসমূহের  সংগ্রহকে সমৃদ্ধ করা।


উপকারভোগীর সংখ্যা: বছরে গড়ে প্রায় পনরো হাজার শিশু-কিশোর, লেখক, গবেষক, সরকারি উচ্চ পর্যায়ের  কর্মকর্তা,  বিভিন্ন আন্তর্জাতিক দপ্তর সংস্থার প্রতিনিধি, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন বিদেশী পরিদর্শক গ্রন্থাগার পরিদর্শন ও রেফারেন্স সেবা গ্রহন করে থাকে।


কর্মসূচির বিবরণ: বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়, জেলা ও উপজেলা গ্রন্থাগারসমূহে সংগ্রহের জন্য বইয়ের তালিকা প্রস্তুত করে বই ক্রয় করা হয় এবং জেলা ও উপজেলা শাখা গ্রন্থাগারে সংরক্ষণের জন্য   প্রেরণ করা হয়। 


বাস্তবায়ন এলাকা: বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়, ৬৪টি জেলা ও ০৬টি উপজেলা।

 

গ্রন্থাগারভিত্তিক শিক্ষামূলক কার্যক্রম ও প্রতিযোগিতা :


উদ্দেশ্যে: জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং শিশু-কিশোরদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি ও গ্রন্থাগারের প্রতি আগ্রহী করে গড়ে তোলা।


উপকারভোগীর সংখ্যা: বছরে প্রায় পাঁচ হাজার শিশু-কিশোর সরাসরি এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়।


কর্মসূচির বিবরণ: বই পাঠের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম ও প্রতিযোগিতা যেমন মুক্ত আলোচনা, কুইজ, বিতর্ক, বক্ততা, সৃজনশীল রচনা, পাঠচক্র, সাধারন জ্ঞান ইত্যাদি ছাড়াও সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


বাস্তবায়ন এলাকা: বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়, ৬৪টি জেলা ও ০৬টি উপজেলা।