Wellcome to National Portal
বাংলাদেশ শিশু একাডেমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st অক্টোবর ২০২৪

ইতিহাস ও কার্যাবলি

ইতিহাস

শিশুদের মধ্যে স্বদেশ প্রেম, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা দায়িত্ববোধ সৃষ্টির উদ্দেশ্যে সৃজনশীল সুকুমার বৃত্তিসহ সুপ্ত প্রতিভার বিকাশে বাংলাদেশ শিশু একাডেমি কাজ করে যাচ্ছে।

 শিশুদের সৃজনশীল বিকাশ শিশু অধিকার সুরক্ষায় বর্তমানে ৬৪টি জেলা এবং ৬টি উপজেলায় (কেশবপুর, পরশুরাম, মিঠাপুকুর, কুলাউড়া, শ্রীনগর বাবুগঞ্জ উপজেলা) শিশু একাডেমির কার্যক্রম চলছে। এই কার্যক্রমের আওতায় দেশব্যাপী শিশুদের অংশগ্রহণের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করা হচ্ছে।

 

কার্যাবলি

১. শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষণ;

২. বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস উদযাপন;

৩. বিশ্ব শিশু দিবস শিশু অধিকার সপ্তাহ উদযাপন;

৪. জাতীয় শিশু দিবসউদযাপন

৫. জাতীয় শিশু মৌসুমি পুরস্কার প্রতিযোগিতা;

৬. শিশুতোষ গ্রন্থ প্রকাশ;

৭. শিশু বিকাশ কেন্দ্র পরিচালনা;

৮. প্রাক-প্রাথমিক শিশু বিকাশ কার্যক্রম;

৯. শিশুর লাইব্রেরী ব্যবহার;

১০. প্রশাসনিক মানোন্নয়ন;

১১. প্রশিক্ষক মূ্ল্যায়ন;

১২. আন্তর্জাতিক শিশু বিনিময় কার্যক্রম (সাংস্কৃতিক);

১৩. শিশু আনন্দমেলা;

১৪. শিশুদের আকাঁচিত্র প্রদর্শনীর আয়োজন; 

১৫. শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন।