ইতিহাস
শিশুদের মধ্যে স্বদেশ প্রেম, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সৃষ্টির উদ্দেশ্যে সৃজনশীল ও সুকুমার বৃত্তিসহ সুপ্ত প্রতিভার বিকাশে বাংলাদেশ শিশু একাডেমি কাজ করে যাচ্ছে।
শিশুদের সৃজনশীল বিকাশ ও শিশু অধিকার সুরক্ষায় বর্তমানে ৬৪টি জেলা এবং ৬টি উপজেলায় (কেশবপুর, পরশুরাম, মিঠাপুকুর, কুলাউড়া, শ্রীনগর ও বাবুগঞ্জ উপজেলা) শিশু একাডেমির কার্যক্রম চলছে। এই কার্যক্রমের আওতায় দেশব্যাপী শিশুদের অংশগ্রহণের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করা হচ্ছে।
কার্যাবলি
১. শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষণ;
২. বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন;
৩. বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন;
৪. জাতীয় শিশু দিবসউদযাপন;
৫. জাতীয় শিশু ও মৌসুমি পুরস্কার প্রতিযোগিতা;
৬. শিশুতোষ গ্রন্থ প্রকাশ;
৭. শিশু বিকাশ কেন্দ্র পরিচালনা;
৮. প্রাক-প্রাথমিক ও শিশু বিকাশ কার্যক্রম;
৯. শিশুর লাইব্রেরী ব্যবহার;
১০. প্রশাসনিক মানোন্নয়ন;
১১. প্রশিক্ষক মূ্ল্যায়ন;
১২. আন্তর্জাতিক শিশু বিনিময় কার্যক্রম (সাংস্কৃতিক);
১৩. শিশু আনন্দমেলা;
১৪. শিশুদের আকাঁচিত্র প্রদর্শনীর আয়োজন;
১৫. শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন।