Wellcome to National Portal
বাংলাদেশ শিশু একাডেমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ এপ্রিল ২০২২

‘বাংলাদেশে শিশু একাডেমিতে বর্নাঢ্য আয়োজনে উদযাপিত হলো শেখ রাসেল দিবস ২০২১’


প্রকাশন তারিখ : 2021-10-18
‘বাংলাদেশে শিশু একাডেমিতে বর্নাঢ্য আয়োজনে উদযাপিত হলো শেখ রাসেল দিবস ২০২১’
ঢাকা, ১৮ অক্টোবর, সোমবার, ২০২১:
বাংলাদেশ শিশু একাডেমি বর্নাঢ্য আয়োজনে বর্ণিলভাবে উদযাপন করল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন “শেখ রাসেল দিবস ২০২১”। সকালে শিশু একাডেমি আর্ট গ্যালারিতে ছিল শিশুদের আকা ছবি এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক ছবির প্রদর্শনী। দুপুরে শিশু একাডেমির অডিটোরিয়ামে প্রদর্শিত হয় ‘একাত্তরের মিছিল’, ‘খুকু ও কাঠ বিড়ালি’ এবং ‘মুক্তিযুদ্ধ ও জীবন’ শিশুতোষ চলচ্চিত্র। শিশু একাডেমির মৃত্যুঞ্জয়ী শেখ রাসেল গ্যালারিতে প্রদর্শিত শেখ রাসেলের আলোকচিত্র। শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শিশু একাডেমি আয়োজন করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিশুদের নিয়ে ছয়টি ক্যাটাগরিতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শেখ রাসেলের জন্মদিন উদযাপন উপলক্ষে আজ বিকেলে শিশু একাডেমিতে ছিল আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।
বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকি ইনামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল মহিলা অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস, অতিরিক্ত সচিব ফরিদা পারভীন ও অতিরিক্ত সচিব মো.মুহিবুজ্জামানসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। আলোচনা পর্ব শেষে কেক কাটা হয় ও শিশুদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।