Wellcome to National Portal
বাংলাদেশ শিশু একাডেমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ অক্টোবর ২০২২

‘শেখ রাসেল নির্মলতা, বিশুদ্ধতা ও শিশুর অধিকারের প্রতীক’ প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ‘বাংলাদেশে শিশু একাডেমির আয়োজনে উদযাপিত হলো শেখ রাসেল দিবস ২০২২’


প্রকাশন তারিখ : 2022-10-18
প্রকাশন তারিখ : 2022-10-18

 

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, শেখ রাসেল নির্মলতা, বিশুদ্ধতা, মানবতা ও শিশুর অধিকারের প্রতীক। শেখ রাসেল বিশ্বের সকল শিশুর প্রতিচ্ছবি। শেখ রাসেল আমাদের শিশু অধিকার নিয়ে কথা বলতে উদ্বুদ্ধ করে। শেখ রাসেল বিশ্বের শিশুদের মধ্যে বেচে থাকবে হাজার বছর ধরে। 

 

প্রতিমন্ত্রী ইন্দিরা আরো বলেন, সকল জন্মদিনের অনুষ্ঠান আনন্দের হয় কিন্তু শেখ রাসেলের জন্মদিনে আমাদের আনন্দ হয় না। অপরাধবোধ আমাদের ঘীরে থাকে যে, আমরা কোমলমতি রাসেলকে বাচিয়ে রাখতে পারিনি। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জাতির পিতা ও শেখ রাসেলের খুনিদের বিচারের মাধ্যমে জাতির কলঙ্ক মোচন করেছেন।

তিনি বলেন, বাংলাদেশে যেন আর কোন জল্লাদ - খুনি চক্র ক্ষমতায় না আসতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

  মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ বিকেলে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে “শেখ রাসেল দিবস ২০২২” উদযাপন উপলক্ষে আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল। স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির মহাপরিচালক মোঃ শরিফুল ইসলাম। 

অনুষ্ঠানে দুজন শিশু শেখ রাসেলকে নিয়ে অনুভূতি ও শুভেছা জানিয়ে বক্তব্য তুলে ধরে।

বাংলাদেশ শিশু একাডেমি “শেখ রাসেল দিবস ২০২২” বর্ণাঢ্যভাবে উদযাপনের জন্য গ্রহণ করেছে বিভিন্ন কর্মসূচি। সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতি ও বনানীতে শেখ রাসেলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিশু একাডেমি প্রাঙ্গণে জাতির পিতার ম্যুরাল ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবকারী অর্পণ করেন। শেখ রাসেলের জন্মদিনে দোয়া ও মোনাজাত করা হয়।

 

শিশু একাডেমির মৃত্যুঞ্জয়ী শেখ রাসেল গ্যালারিতে প্রদর্শিত হয় শেখ রাসেলের আলোকচিত্র। শিশু একাডেমি আর্ট গ্যালারিতে ছিল শিশুদের আকা ছবির প্রদর্শনী। শিশু একাডেমির অডিটোরিয়ামে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক ও  শিশুতোষ চলচ্চিত্র।  এ দিবস উদযাপন উপলক্ষে শিশু একাডেমির আয়োজনে ছিল উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতিয় মহিলা সংস্থায় চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, মহিলা অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন ও  অতিরিক্ত সচিব মো.মুহিবুজ্জামানসহ মন্ত্রণালয়, দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও অভিবাবকবৃন্দ। আলোচনা পর্ব শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।  শিশুদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

IMG_20221018_171321

IMG_20221018_163756

IMG_20221018_181100

IMG_20221018_174825